গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকে ভূষিত বিশিষ্ট গণসংগীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের প্রবীণ শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
গতকাল শুক্রবার রাতে এক শোকবার্তায় সরকারপ্রধান বলেন, দেশের সংগীত অঙ্গনে বিশেষত গণসংগীতকে জনপ্রিয় করার ক্ষেত্রে ফকির আলমগীরের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
ফকির আলমগীর রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার রাতে মারা যান। তিনি করোনায় আক্রান্ত ছিলেন।