গণিত না পারায় শিক্ষিকার মারধর, হাসপাতালে ভর্তি শিশু শিক্ষার্থী
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় নাহিদ হাসান (৭) নামের এক স্কুল শিক্ষার্থীকে লেখা মোছার ডাস্টার দিয়ে মেরে আহত করার অভিযোগ উঠেছে। ফরিদা খাতুন নামের এক শিক্ষিকার বিরুদ্ধে এ অভিযোগ ওঠে। উপজেলার খরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে গতকাল রাত ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত নাহিদ হাসান উপজেলার খরমা গ্রামের আবু রায়হানের ছেলে এবং খরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। অভিযুক্ত ফরিদা খাতুন ওই স্কুলের একজন সহকারী শিক্ষিকা।
আহত শিক্ষার্থীর বাবা আবু রায়হান স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘রোববার স্কুলে গণিত না পারায় শিক্ষিকা ফরিদা খাতুন আমার ছেলে নাহিদকে ডাস্টার দিয়ে পিঠে এলোপাতাড়ি পিটিয়েছে। নাহিদ ভয়ে বাড়ির কাউকে বিষয়টি বলেনি। রাতে খাওয়ার সময় সে বমি করে। পরে ঘটনা জানার পর আমি দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাই।’
এ বিষয়ে নাহিদ হাসান বলে, ‘গণিত না পারায় ফরিদা ম্যাডাম ডাস্টার দিয়ে আমাকে প্রচণ্ড মেরেছে।’
এ বিষয়ে অভিযুক্ত ফরিদা খাতুন বলেন, ‘আমি ওই শিক্ষার্থীকে হাত দিয়ে মেরেছি। ডাস্টার দিয়ে নয়।’
এদিকে খবর পেয়ে গতকাল রাত ৯টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম, সহকারী শিক্ষা কর্মকর্তা মোশারফ হোসেন আহত শিক্ষার্থীকে দেখতে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান।
ইউএনও মো. রেজাউল করিম স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘আমি আহত শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি। অভিযোগ প্রমাণ হলে ওই শিক্ষিকার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে করে এমন কাজ কেউ না করতে পারে।’