চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে এক যুবক আহত হয়েছেন। তার নাম হাবিল (৩০)। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত হাবিল উপজেলার তেলকুপি লাম্বাপাড়ার বেলাল উদ্দীনের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, মাদক নিয়ে ফেরার সময় পিঠে গুলিবিদ্ধ হন ওই যুবক।
চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘গত রাত সাড়ে ৩টার দিকে সাত-আটজন চোরাকারবারি ফেন্সিডিল আনার জন্য ভারতে যায়। ঘনকুয়াশা ছিল, আমরা ২-৩ রাউন্ড গুলির শব্দ শুনেছি। সীমান্তে গুলির ঘটনার প্রতিবাদ জানিয়ে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করেছে বিজিবি।’