গলাচিপায় আ.লীগের প্রার্থী তুহিন পুনরায় মেয়র নির্বাচিত
পটুয়াখালীর গলাচিপা পৌরসভার সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আহসানুল হক তুহিন বিজয়ী হয়েছেন।
তুহিন পেয়েছেন ৬৩৩৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মামুন আজাদ পেয়েছেন ৪৫৩৮ ভোট। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী নাজমুল হুদা রিপন পেয়েছেন ৭৯৭ ভোট।
এর আগেও আহসানুল হক তুহিন গলাচিপা পৌরসভার মেয়র ছিলেন। তার বাবা দীর্ঘ দুইবার মেয়র ছিলেন। বাবার মৃত্যুর পরে উপনির্বাচনে মেয়র নির্বাচিত হন তিনি। এবার দ্বিতীয় দফায় মেয়র হলেন।
এ নির্বাচনে ১৬৩৪০ জন ভোটারের মধ্যে ১১ হাজার ৬৭১ জন ভোটার ভোট দেন। এতে ৭১ দশমিক ৫৫ শতাংশ ভোট দিয়েছেন গলাচিপা পৌরবাসী।
এদিকে, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন, কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহনুর খান বলেন, ‘সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করা হয়েছে। সবার সহযোগিতায় অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হয়েছে। এ নির্বাচনে পুলিশ আনসার, র্যাব, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে নিয়োজিত ছিলেন।