গাছের লিচু পাড়া নিয়ে ঝগড়া, ভাতিজার হাতে চাচা খুন
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে চাচাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে ভাতিজার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। উপজেলার হড়রা গ্রামে গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নজির জোয়ারদার। তিনি হড়রা গ্রামের তছির জোয়ারদারের ছেলে। অভিযুক্ত ব্যক্তির নাম রজন জোয়ারদার।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, শৈলকুপা উপজেলার হড়রা গ্রামে গাছের লিচু পাড়াকে কেন্দ্র করে রোববার দুপুরে আত্মীয়দের মধ্যে ঝগড়া লাগে। এ সময় রজন জোয়ারদার লাঠি দিয়ে তার চাচা নজির জোয়ারদারের মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন নজির। পরে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ ১০০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।