শ্বশুরের সঙ্গে অভিমান করে জামাইয়ের আত্মহত্যা
মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে শ্বশুরের সঙ্গে অভিমান করে ইমরান হাসান (১৮) নামে এক ব্যক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) উপজেলার বালিগাঁও ইউনিয়নের বনগাঁও গ্রামের আলমগীর হোসেনর টিনের ঘরে এ ঘটনা ঘটে।
ইমরান হাসান গাইবান্ধা জেলার সাদুল্যাপুর থানার পচারবাজার গ্রামের এরশাদ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, ইমরান হাসান একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক ছিলেন। কিছু দিন আগে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদনপুর গ্রামের নয়ন ইসলামের মেয়ে সাদিয়া আক্তারকে (১৫) প্রেম করে গোপণে বিয়ে করে নিয়ে আসেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে মা-বাবার সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন। চার দিন আগে তাঁর স্ত্রীকে নিয়ে আলমগীর হোসেনের বাসা ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গতকাল বুধবার তাঁর ব্যাটারিচালিত অটোরিকশাটি নষ্ট হয়ে যায়। পরে তিনি একটি নতুন অটোরিকশা কেনার জন্য তার শ্বশুরের কাছে টাকা চান। কিন্তু শ্বশুর টাকা দিতে পারবে না বলে তাকে জানালে তিনি অভিমান করেন। পরে রাতে স্ত্রী সাদিয়ার সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে স্ত্রী ঘুম থেকে উঠে দেখতে পান স্বামী একই ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় স্থানীয়রা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।