গাছ না কাটতে সোহরাওয়ার্দী উদ্যানে মানববন্ধন
সোহরাওয়ার্দী উদ্যানে গাছ কেটে রেস্তোরাঁ ও ওয়াকওয়ে নির্মাণের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে কয়েকটি সামাজিক সংগঠন।
আজ শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের প্রাঙ্গণে মানববন্ধন করে বক্তারা বলেন, বৈশ্বিক মহামারির সময় যখন সারা বিশ্বে অক্সিজেনের অভাবে মানুষ মারা যাচ্ছে ঠিক সেই সময় উন্নয়নের নামে গাছ কেটে এই উদ্যানের পরিবেশকে হুমকির মধ্যে ফেলা হচ্ছে। উদ্যানে রেস্তোরাঁ, হাঁটার রাস্তা নির্মাণের জন্য বেশ কিছু গাছ কেটে ফেলা হয়েছে।
গাছ কাটার সমালোচনা করে বক্তারা বলেন, উন্নয়নের নামে এমন সিদ্ধান্ত পরিবেশের জন্য হুমকি। এভাবে গাছ কাটা শুরু হলে রাজধানী ঢাকার অন্য উদ্যানগুলোর ওপরে কুচক্রী মহলের দৃষ্টি পড়বে বলে জানিয়েছেন মানববন্ধনে অংশ নেয়া বক্তারা।