সোহরাওয়ার্দী উদ্যানে যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযান
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চালিয়েছে যৌথবাহিনী। পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। তবে এখন পর্যন্ত কতজন আটক করা হয়েছে তা জানা যায়নি।
আজ রোববার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে এই অভিযান শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর।
খালিদ মনসুর বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে গত কয়েকদিন আগেও এমন অভিযান চালানো হয়েছে। উদ্যানে দিনের বেলায় বিভিন্ন ঝোপঝাড়ে ও রাতের আঁধারে মাদকসেবীদের আড্ডা বসে। তারা এই জায়গা আখড়ায় পরিণত করেছে। সে কারণে আজ টানা দুবার এ অভিযান চালানো হচ্ছে। উদ্যানে ঘুরতে আসা জনসাধারণ তাদের কারণে নানা ভোগান্তিতে পড়েন। এমননি মাদক নিয়ে মাদকসেবীদের মধ্যে প্রায় সময় মারামারির ঘটনাও ঘটছে। এসব বিষয় বিবেচনা করে অভিযান চালানো হচ্ছে।
মোহাম্মদ খালিদ মনসুর আরও বলেন, এ অভিযানে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্য এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও আছেন। অভিযানে এখন পর্যন্ত কতজন আটক করা হয়েছে অভিযান শেষে তা জানানো হবে।
কয়েকদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে একই অভিযান চালানো হয়। ওই সময় মাদকসেবীরা যৌথ বাহিনীর সদস্যদের দেখে পালিয়ে গিয়েছিল। এর মাঝে কয়েকদিন বিরতি ছিল। আজ আবারও চালানো হচ্ছে সেই অভিযান।