গাজীপুরে বিদেশি পিস্তল ও ইয়াবাসহ গ্রেপ্তার ৩
গাজীপুরে একটি বিদেশি পিস্তল ও এক হাজার ৩৪৫ পিস ইয়াবাসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১ সদস্যরা। গতকাল রোববার দিবাগত রাত ১টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আজ সোমবার গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তারকৃতরা হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার মেঘা এলাকার বাসিন্দা আবু সাহেদ পারভেজ (২৩), গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কুনিয়া সুলতান মার্কেট এলাকার বাসিন্দা ইউসুফ হোসেন জুয়েল (২৫) ও একই এলাকার মো. জনি (২৪)।
ওসি ইসমাইল হোসেন জানান, স্থানীয় বড়বাড়ী শাহী মসজিদের পাশে মাদক ব্যবসায়ী বিপুল ইয়াবা নিয়ে অপেক্ষা করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১ সেখানে অভিযান চালায়। এ সময় তিন যুবক পারভেজ, জুয়েল ও জনিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে বিপুল ইয়াবাসহ চারটি মোবাইল ফোন এবং পারভেজের কাছ থেকে ম্যাগজিনসহ একটি অটোমেটিক বিদেশি পিস্তল জব্দ করা হয়।
ঘটনার সময় র্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অপর এক যুবক সেখান থেকে পালিয়ে যান। জব্দকৃত পিস্তলের গায়ে খোদাই করা ‘মেড ইন ইউএসএ’ এবং ‘অনলি আর্মি সাপ্লাই’ লেখা রয়েছে।
এ ব্যাপারে গাছা থানায় মাদক ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে বলে জানা ওসি।