গাজীপুরে লরির পেছনে ধাক্কা, মোটরসাইকেলচালক নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/02/05/road-accident_0_0.jpg)
গাজীপুরের শ্রীপুরে মাটি বহনকারী লরির পেছনে ধাক্কা লেগে মোটরসাইকেলের চালক এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মেঘনা ফ্যাক্টরির সামনে শ্রীপুর-বরমী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম- সোহেল রানা (৩০)। তিনি শ্রীপুর থানার লোহাগাছ এলাকার সিরাজ মিয়ার ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে সোহেল রানা মোটরসাইকেল চালিয়ে শ্রীপুরের দিকে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে শ্রীপুর-বরমী সড়ক দিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারালে মোটরসাইকেলটি সামনে থাকা মাটি বহনকারী একটি লরির পেছনে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সোহেল রানা গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।