গাজীপুরে সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ড, দগ্ধ ৫
গাজীপুরে সিএনজি সিলিন্ডারবাহী কাভার্ডভ্যানে অগ্নিকাণ্ডে পাঁচজন দ্গ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বড়বাড়ি এলাকায় মেসার্স হাজি ওয়াহেদ মবিল সেন্টারে গ্যাস নিতে আসা একটি কাভার্ডভ্যানে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে যায়। এ সময় পাঁচজন অগ্নিদগ্ধ হন। মাগরিবের নামাজের পর পরই আগুনের সূত্রপাত হলে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভালেও এখনও (রাত ৮টা) সিলিন্ডার ভর্তি কাভার্ডভ্যানটিতে সিলিন্ডার থেকে গ্যাস বের হওয়ার শব্দ পাওয়া যাচ্ছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আরেফিন জানিয়েছেন, আগুন সম্পূর্ণ নেভানোর আগে কিছু বলা যাবে না।