গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
গাজীপুরে ১০ হাজার পিস ইয়াবা টেবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে মহানগরীর ভোড়া মসজিদের সামনে থেকে আজ বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটান পুলিশের (জিএমপি) সদর থানার পুলিশ।
এ সময় দুই ব্যবসায়ীর কাছ থেকে মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে বলে জিএমপির উপপুলিশ কমিশনার (অপরাধ) জাকির হাসান জানিয়েছেন।
আটককৃত দুই ব্যবসায়ী হলেন গাজীপুর সিটি করপোরেশনের সদর থানাধীন ভোড়া চা-বাগান (হাজিবাগ) এলাকার সোহেল (৩৮) ও একই থানার জামতলা এলাকার আব্দুল মোমেন (২৮)।
পুলিশের ওই কর্মকর্তা জানান, রাজধানীর উত্তরা হতে প্রাইভেটকারযোগে ইয়াবা টেবলেটের একটি বড় চালান নিয়ে গাজীপুরের সদর থানাধীন ভোড়া চা-বাগান (হাজিবাগ) এলাকায় আসছে কয়েকজন মাদক ব্যবসায়ী। এমন সংবাদ পেয়ে আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জিএমপির সহকারী উপকমিশনারের (ক্রাইম-উত্তর) নেতৃত্বে সদর থানা পুলিশের একটি দল ওই এলাকার আফসুর দোকানের সামনের সড়কের উপর চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ সদস্যরা একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা টেবলেট উদ্ধার করে। ৫০টি জিপার পলিব্যাগে (প্রতিটিতে ২০০ করে) এ টেবলেটগুলো রাখা ছিল। এ ঘটনায় জড়িত থাকায় মাদক ব্যবসায়ী সোহেল ও আব্দুল মোমেনকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত প্রাভেটকারটিও জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধ মাদক চোরাচালানকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য চোরাইপথে বিভিন্ন এলাকা হতে আমদানি করে অবৈধভাবে নিজের হেফাজতে রেখে সেগুলো গাজীপুরসহ আশপাশের বিভিন্ন স্থানে সরবরাহ ও কেনা-বেচা করে আসছেন। জব্দ করা প্রাইভেটকারটি মাদক পরিবহণ কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন।