গুলশানে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে

রাজধানীর গুলশান ২ নম্বর এলাকার বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি ওই ভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।
আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।
বাচ্চু মিয়া বলেন, ‘গুলশানের অগ্নিকাণ্ডে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার ছোট ভাই জুলহাস হাসপাতালে এসে আনোয়ার হোসেনের মরদেহ শনাক্ত করেন। তিনি ওই ভবনে বিসিবি পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।’
এদিকে, বিসিবির পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সায়মা রহমান সিনহা ১২তলার ছাদ থেকে লাফ দিয়ে সুইমিংপুলে পড়েন। তিনি আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন।
রোববার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে লাগা আগুন রাত ১১টার দিকে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট কাজ করে। আগুনের ঘটনায় ভবনটি থেকে মোট ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১৭ জন নারী। এ ঘটনায় একজন মারা গেছে। এ ছাড়া আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাঁদের মধ্যে তিনজন দগ্ধ হয়েছেন। তাঁরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছেন।