গুলিস্তানে পুলিশ কর্মকর্তা ছুরিকাঘাতে আহত
রাজধানীর গুলিস্তানে ছুরিকাঘাতে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন (৪৮) আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে গুলিস্তান টিঅ্যান্ডটি কার্যালয় সংলগ্ন ফুটপাতে এ ঘটনা ঘটে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া তথ্য নিশ্চিত করে বলেন, ‘এসআইকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে, তিনি শঙ্কামুক্ত।’
আহত জাহাঙ্গীর হোসেন এনটিভি অনলাইনকে বলেন, ‘আদালত থেকে কাজ শেষে রাতে বাসে করে গুলিস্তানে নামি। রাস্তা পার হয়ে টিঅ্যান্ডটি কার্যালয় সংলগ্ন ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় পেছন থেকে একজন আমার পিঠে ছুরি দিয়ে আঘাত করে।’
বাচ্চু মিয়া বলেন, ‘আবু সাইদ হাছান নামের এক পথচারী আহত পুলিশ সদস্যকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি ঘটনার সময় ওই পুলিশ সদস্যের পেছনে ছিলেন। হাসান জানিয়েছেন—হঠাৎ এক যুবক ওই পুলিশ সদস্যের পিঠে ছুরিকাঘাত করে দৌড়ে পালিয়ে যান। এ সময় পুলিশ সদস্যের পিঠে ছুরিটি ঝুলছিল। পরে সেখান থেকে তাঁকে হাসপাতালে নিয়ে আসেন পথচারী সাঈদ।’
শাহবাগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘গুলিস্তান এলাকায় আমাদের এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁর চিকিৎসার পাশাপাশি বিস্তারিত জানতে কাজ করছে পুলিশ৷’