গৃহবধূকে আত্মহত্যার প্ররোচণায় স্বামী ও শ্বশুর-শাশুড়ির কারাদণ্ড
গৃহবধূ অনুভা চক্রবর্তীর আত্মহত্যার প্ররোচণার মামলায় স্বামী, শ্বশুর ও শাশুড়িকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন রাজশাহীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার। আজ বুধবার দুপুরে এ কারাদণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন অনুভার স্বামী নওগাঁ জেলার মান্দা উপজেলার পারইল গ্রামের অশীত চক্রবর্তী (২৫), শ্বশুর অনীল চক্রবর্তী (৫৫) ও শাশুড়ি মনজু রানি (৪০)।
এ মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৭ নভেম্বর রাত সাড়ে ৯টার দিকে যৌতুকের কারণে মারপিট সহ্য করতে না পেরে নিজ দেহে কেরোসিনের তেল ঢেলে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অনুভা চক্রবর্তী (২১)। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ছয়দিন পর ২৩ নভেম্বর গৃহবধূ অনুভা চক্রবর্তী মারা যান।
এ ঘটনায় অনুভার মামা বাদী হয়ে মোহনপুর থানায় আত্মহত্যার প্ররোচণা দেওয়ার অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই গৃহবধূর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে ২০১৫ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত আট সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ তিন আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন। এর মধ্যে অনুভা চক্রবর্তীর স্বামী অশীত চক্রবর্তীকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া শ্বশুর ও শাশুড়ির প্রত্যেককে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করেছে বাদীপক্ষ। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আহসান হাবীব রঞ্জু এবং আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন মো. বেলাল উদ্দিন।