গোপালগঞ্জের কোটালীপাড়ায় আগুনে পুড়ে ছাই ২০ দোকান
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/23/aagun_1.jpg)
গোপালগঞ্জের কোটালীপাড়ায় অগ্নিকাণ্ডে প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। গতকাল শনিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে কোটালীপাড়া উপজেলা সদরের ঘাঘর বাজারে এ আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার শেখ মো. আরিফ-উল-হক জানান, আগুন লাগার খবর পেয়ে গোপালগঞ্জ ও কোটালীপাড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ঈদের দিন হওয়ায় সব দোকানই বন্ধ ছিল। তাই কি কারণে আগুনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে। সুতার ও স্বর্ণের দোকানসহ প্রায় ২০টি দোকান পুড়ে গেছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে হবে।
কোটালীপাড়া থানার পরিদর্শক মো. জিল্লুর রহমান বলেন, ‘আগুন নেভাতে গিয়ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’