গোপালগঞ্জে গাড়িচাপায় কলেজছাত্র নিহত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/04/03/gopalganj.jpg)
গোপালগঞ্জে দ্রুতগামী বাসের ধাক্কায় সুদ্বীপ্ত বিশ্বাস (১৮) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রোববার (২ এপ্রিল) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার মান্দারতলায় এ দুর্ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ জানিয়েছেন, মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পারাপারের সময় দ্রুতগামী একটি গাড়ি কলেজছাত্র সুদ্বীপ্ত বিশ্বাসকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়।
ওসি আরও বলেন, পরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। নিহত কলেজছাত্র বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার চুনখোলা সাচিয়াদহ গ্রামের সুব্রত বিশ্বাসের ছেলে। সে শহরের হাজী লালমিয়া সিটি বিশ্ববিদ্যালয় কলেজের এইচএসসি মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল।