গোপালগঞ্জে বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
গোপালগঞ্জের বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের পর পায়রা উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা।
বীণাপাণি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃন্ময় বাড়ৈ এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ, সহকারী প্রধান শিক্ষক কামিনীরঞ্জন রায় ও অর্চনা বিশ্বাস বক্তব্য দেন।
পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন এবং পুরস্কার প্রদান করেন।