গোপালগঞ্জে দুটি স্বর্ণের দোকানে অগ্নিকাণ্ড

গোপালগঞ্জ শহরের স্বর্ণপট্টিতে জুয়েলারির দুটি দোকানে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ভোর ৫টার দিকে শহরের ডিসি রোডের স্বর্ণপট্টিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আল মদিনা স্বর্ণদোকানের কর্মচারী নয়ন মালো বলেন, ‘আমি দোকানের ভেতরে ঘুমিয়েছিলাম। ভোর ৫টার দিকে ঘুম থেকে হঠাৎ জেগে পাশের জুয়েলার্সের দোকান থেকে আগুনের ধোঁয়া আমাদের দোকানের ভেতরে ঢুকতে দেখি। তখন আমি দোকান থেকে দ্রুত বেরিয়ে আসি। পরে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আল মদিনা জুয়েলার্স ও পাশে থাকা মা তারা জুয়েলার্সের সব মালামাল পুড়ে যায়।’

মা তারা জুয়েলার্সের মালিক অসিত বিশ্বাস জানান, দোকানের প্রায় পাঁচ ভরি স্বর্ণ, গহনা তৈরির তার, পাতি মেশিনসহ সব মালামাল পুড়ে গেছে। অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আল মদিনা জুয়েলার্সের মালিক শাজাহান মুন্সী জানান, দোকানে কিছু নগদ টাকা ছিল। দোকানের ডেকোরেশন ও মেশিনপত্রসহ সব মালামাল পুড়ে গেছে। এতে বহু ক্ষতি হয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মালেক আলী সরদার বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। আগুন নিয়ন্ত্রণে আসায় পাশের মার্কেটের বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। মা তারা জুয়েলার্সের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে দুটি দোকানের সমস্ত মালামাল পুড়ে গেছে।’