গোড়ানে দুই শিশুর লাশ : মাকে আসামি করে মামলা
রাজধানীর খিলগাঁওয়ের গোড়ান এলাকায় দুই শিশুর লাশ উদ্ধারের ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানায় মামলা হয়েছে।
আজ শনিবার বিকেলে মামলা করেছেন শিশুদের বাবা মোজাম্মেলক হক বিপ্লব। মামলায় শিশুদের মাকে আসামি করা হয়েছে।
রাতে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান এনটিভি অনলাইনকে এই তথ্য জানান।
মশিউর রহমান বলেন, ‘আলফি ও জান্নাত নামের দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে- দাবি করে মোজাম্মেল হক বিপ্লব তাঁর স্ত্রী আকতারুন্নেসা পপির নামে হত্যা ও আত্মহত্যার চেষ্টার মামলা করেছেন। তিনি নিজে থানায় উপস্থিত হয়ে মামলাটি করেন।’
মশিউর রহমান বলেন, ‘এই মামলার ঘটনায় আমরা আকতারুন্নেসা পপিকে গ্রেপ্তার দেখাব। তিনি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে পুলিশি হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি আমরা আদালতকে জানিয়ে দেব।’
এর আগে আজ সকাল সাড়ে ৮টার দিকে শিশু দুটির গলাকাটা লাশ উদ্ধার করা হয়। তাদের শরীরে আগুনের ক্ষত রয়েছে। এ ছাড়া গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় তাদের মা আকতারুন্নেসা পপিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে খিলগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) জুলফিকার আলী বলেন, ‘এই হত্যাকাণ্ডের ঘটনায় শিশুর মা জড়িত, সেটা মোটামুটি নিশ্চিত। তবে এই হত্যাকাণ্ডের পেছেনে তাঁর স্বামীরও যে দায় নেই সেটা এখনি বলা মুশকিল। কারণ, স্বামী ওই নারীসহ তাঁর সন্তানদের খরচের টাকা দিতেন না। এ ছাড়া তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদেরও কথা হচ্ছিল। যদিও এখনি বিস্তারিত বলা যাবে না। তদন্ত করে সব বলতে হবে।’
পুলিশ আরো জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে মা নিজেই তাঁর দুই সন্তানকে হত্যা করেছে। গলা কাটার পর আগুন দিয়েও তাদেরকে পোড়ানোর চেষ্টা করা হয়েছে।