গৌরীপুরে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, চালক-হেলপার আটক
ময়মনসিংহের গৌরীপুর পৌর এলাকায় বালুভর্তি ট্রাকচাপায় তিথি পাল (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় প্রিয়ন্তী চক্রবর্তী (১২) নামের এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।
এদিকে, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাকচালক, তাঁর সহকারী (হেলপার) ও ট্রাকটি আটক করে। আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পৌরশহরের ধানমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, সকালে প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয় পৌরশহরের মধ্য বাজারের বাসিন্দা রঞ্জন পালের মেয়ে তিথি পাল ও উত্তম চক্রবর্তীর মেয়ে প্রিয়ন্তী চক্রবর্তী। পরে ধানমহাল এলাকায় পৌঁছলে বিপরীত দিকে থেকে আসা একটি বালুর ট্রাক তাদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় স্কুলছাত্রী তিথি পাল। এ সময় সঙ্গে থাকা বান্ধবী প্রিয়ন্তী গুরুতর আহত হয়।
ওসি আরো জানান, পরে স্থানীয় লোকজন আহত স্কুলছাত্রীকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে ট্রাকচালক, হেলপার ও ট্রাকটি আটক করে থানা হেফাজতে নিয়ে যায়। হতাহত দুজনই গৌরীপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।