ঘন কুয়াশার চাদরে ঢাকা দিনাজপুরে চলছে সূর্যের লুকোচুরি
দিনাজপুর ঢেকে আছে ঘন কুয়াশায়। চলছে সূর্যের লুকোচুরি খেলা। গুঁড়িগুঁড়ি বৃষ্টির মতো পড়ছে কুয়াশা। ঘন কুয়াশার প্রভাবে সকালে অনুভূত হচ্ছে তীব্র শীত। এতে ব্যাহত হচ্ছে ওই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রা।
আজ সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আগামী বৃহস্পতিবার থেকে দেশের কিছু কিছু স্থানে আবারও গুঁড়িগুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে তাপমাত্রা আরও কমতে পারে। তা ছাড়া আগামী শুক্র ও শনিবার থেকে দেশের বিভিন্ন স্থানে আরও একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এদিকে, কয়েকদিন ধরে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা থাকছে দিনাজপুর। এ অবস্থা অব্যাহত থাকছে বেলা ১১টার বেশি সময় ধরে। এ সময় সড়ক ও মহাসড়কে যান চলাচল করছে হেডলাইট জ্বালিয়ে। যানের গতিও রাখতে হচ্ছে কম।
ঘন কুয়াশার বিষয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় ঘন কুয়াশা পড়ছে। আজ বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৪ থেকে ৬ কিলোমিটার বেগ।