ঘরে ঝুলছিলেন কেয়ারটেকার, পাশের ড্রামে নারীর লাশ
রাজধানীর মতিঝিল এলাকার একটি ভবনের ছাদ থেকে এক নারী ও এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে মতিঝিল কাঁচাবাজার এলাকার একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। ওই ছাদের একটি ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় ওই ভবনের কেয়ারটেকার শহিদুলের লাশ। এরপর তল্লাশি চালিয়ে শহিদুলের ঘরের পাশে একটি নীল ড্রাম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। তবে ওই নারীর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের উপকমিশনার (ডিসি) জামিল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই ভবনের মালিক যুক্তরাষ্ট্রে থাকেন। ভবনের পুরোটা জুড়েই প্রেসের কারখানা। শহিদুল কারখানাগুলো থেকে ভাড়া তুলে যুক্তরাষ্ট্রে ভবনের মালিককে পাঠাতেন। বুধবার রাতে ট্যাঙ্কিতে পানি না থাকায় কর্মচারীরা ছাদে যান এবং শহিদুলের ঘরের গেট খুলে ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর তাঁরা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর শহিদুলের লাশ উদ্ধারের মধ্যেই পাশের একটি নীল রঙের ড্রাম নজরে আসে। ড্রামটি সিমেন্ট দিয়ে বন্ধ করা ছিল। তবে গ্যাসের কারণে তা ফেটে গিয়ে একটি কাপড় দেখা যাচ্ছিল। পরে পুলিশ ড্রামটি খুলে ভেতর থেকে এক নারীর মরদেহ দেখতে পায়।
ডিসি জামিল হাসান আরো জানান, এ ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলে জানান তিনি।