চট্টগ্রামে ‘অস্ত্র-গোলাবারুদসহ’ আটক ৫
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে দাবি করছে র্যাব। এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে।
উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় গতকাল শনিবার রাত থেকে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সন্ত্রাসীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলেও দাবি র্যাবের।
এ অভিযান প্রসঙ্গে আজ রোববার বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলন করেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।
আটক হওয়া ব্যক্তিরা হলেন- জামাল শেখ, মো. হাসান ওরফে কিরিচ হাসান, মিজানুর রহমান, মো. সিরাজ ও রফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে র্যাবের অধিনায়ক ইউসুফ জানান, জঙ্গল সলিমপুর এলাকার মশিউরের আস্তানায় অভিযান চালিয়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে দেশীয় তৈরি বিভিন্ন আকারের ১০টি অস্ত্র, একটি বিদেশি অস্ত্র, ২২টি গুলি, নগদ অর্থসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।
র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে, জঙ্গল সলিমপুর এলাকায় মশিউরসহ একাধিক সন্ত্রাসী চক্রের নিরাপদ আস্তানা গড়ে তোলার অভিযোগ রয়েছে। অভিযানের সময় চিহ্নিত পাঁচ অস্ত্রধারীকে আটক করা হয়েছে।
এদিকে, দুমাস আগে পাঁচটি অস্ত্রসহ মশিউরকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে ২৭টি মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব। বর্তমানে তাঁর সহযোগীদের বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, সরকারি পাহাড় ও খাস জায়গা দখল করে প্লট বরাদ্দ দেওয়াসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে।