চট্টগ্রামে ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা
গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে চট্টগ্রামে ই-কমার্স প্লাটফর্ম ই-অরেঞ্জের মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেছেন তিন গ্রাহক। আজ বুধবার দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মো. রেজার আদালতে মামলাটি করা হয়।
মামলাটি তদন্ত করে দুই মাসের মধ্যে প্রতিবেদন দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
গ্রাহকদের অভিযোগ সূত্রে জানা গেছে, ই-অরেঞ্জ শপ থেকে প্রয়োজনীয় পণ্য কেনার জন্য ১১ লাখ ৮৮ হাজার ৪৯০ টাকা দিয়ে প্রতারিত হয়েছেন ওই তিন গ্রাহক। পণ্য না দিয়ে টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানের মালিক সোনিয়া মেহজাবিন, তাঁর স্বামী মাসুকুর রহমান, ই-অরেঞ্জের কথিত পৃষ্ঠপোষক, সোনিয়ার ভাই ও বনানী থানার বরখাস্ত হওয়া পরিদর্শক (তদন্ত) শেখ সোহেল রানা, ই-অরেঞ্জের চিফ অপারেটিং অফিসার আমান উল্লাহ চৌধুরী, জাহেদুল ফিরোজ, নাজনীন নাহার বিথী ও নাজমুল হাসানের বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার আইনজীবী মুরাদ মাওলা জানান, আদালত মামলাটি আমলে নিয়েছেন। শুনানি শেষে মামলাটি তদন্তপূর্বক দুই মাসের মধ্যে রিপোর্ট উপস্থাপন করতে পিবিআইকে নির্দেশ দিয়েছেন।