চট্টগ্রামে প্রায় পৌনে তিন লাখ ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৪
দক্ষিণ চট্টগ্রামের পটিয়া ও কর্ণফুলী উপজেলা এলাকায় অভিযান চালিয়ে প্রায় পৌনে তিন লাখ ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র্যাব। গতকাল শুক্রবার ভোরে আলাদা অভিযানে এসব ইয়াবা জব্দ ও চারজনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) নিয়াজ মোহাম্মদ চপল বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উখিয়া থানার পরীর বিলের মো. ইসমাইল (৪৩), মাহমুদুল হক লালু (২৪), নুরুল ইসলাম (৪৩) ও মো. রিদওয়ান (২৬)।
র্যাব জানায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে কর্ণফুলী থানাধীন শিকলবাহা এলাকায় চেকপোস্ট বসিয়ে দুটি বাসে তল্লাশি চালিয়ে ইসমাইল ও রিদওয়ানকে গ্রেপ্তার করা হয়। তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালিয়ে এক লাখ ৩৩ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তাছাড়া গতকাল ভোর ৬টার দিকে পটিয়া বাইপাসে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে নুরুল ইসলাম ও মাহমুদুল হক লালুকে এক লাখ ৪৩ হাজার ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য সোয়া চার কোটি টাকা বলে জানা র্যাব।
র্যাব কর্মকর্তা বলেন, ‘দীর্ঘদিন ধরে গ্রেপ্তারকৃতরা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে এসব মাদক এনে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে পটিয়া ও কর্ণফুলী থানায় আলাদা মামলা করা হয়েছে।’