চলন্ত অটোরিকশা থেকে নারীকে ফেলে হত্যা

সাভারে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ফেলে দিয়ে অজ্ঞাত পরিচয় এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বিকেল ৩টার দিকে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের পদ্মার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিকেলের দিকে পদ্মার মোড় এলাকায় একটি চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে অজ্ঞাত ওই নারীকে রাস্তার মধ্যে ফেলে দেওয়া হয়। এ সময় ওই অটোচালক দ্রুতগতিতে গাড়ি নিয়ে পালিয়ে যান।
পরে এক ভ্যানচালক ওই নারীকে রক্তাক্ত অবস্থায় দ্রুত উদ্ধার করে হেমায়েতপুরের জামাল ক্লিনিকে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই অটোরিকশার ভেতরে কতজন লোক ছিল তা জানতে পারেনি প্রত্যক্ষদর্শীরা।
পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই নারীর লাশ উদ্ধার করে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর বলেন, ‘কীভাবে ওই নারীর মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তাঁর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।’
এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।