চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, গ্রেপ্তার ১
কুষ্টিয়া শহরের কোর্ট স্টেশন এলাকায় চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের দায়ে সুমন আলী (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আজ শুক্রবার তাঁর ছোড়া পাথরে আহত হন এক যাত্রী। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়।
বেলা ১১টার দিকে মধুমতি একপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। সুমনের বিরুদ্ধে পোড়াদহ জিআরপি থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা গেছে, সুমন সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা।
পোড়াদহ রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি বেলা ১১টার দিকে কুষ্টিয়া শহরে কোর্ট স্টেশনে পৌছে। ট্রেনটি কয়েক মিনিট থেমে থাকার পর চলতে থাকে। হঠাৎ পাথর নিক্ষেপ করতে থাকে এক তরুণ। এতে ট্রেনের একটি জানালার কাচ ভেঙে এক যাত্রী আহত হন। তবে, তাঁর নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহত ওই তরুণ প্রাথমিক চিকিৎসা নিয়ে একই ট্রেনে চলে যান।
পরে মিলপাড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও ট্রেনে থাকা পুলিশের সহায়তায় পাথর নিক্ষেপ করার অভিযোগে সুমনকে গ্রেপ্তার করা হয়।
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজের আলী বলেন, ‘প্রাথমিকভাবে মনে হয়েছে, হামলাকারী সুমন ভবঘুরে। যেহেতু একটা ঘটনা ঘটেছে, একজন আহত হয়েছেন, অন্যদিকে ট্রেনের ক্ষতি হয়েছে, তাই সুমনের বিরুদ্ধে মামলা করে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।’