চলন্ত বাসে আগুন লেগে দুজন নিহত, আহত ২০
কুমিল্লায় যাত্রীবাহী বাসে আগুন লেগে এক শিশুসহ দুজন নিহত হয়েছে। দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক। সন্ধ্যা ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত পরিদর্শক সাইফুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, বিকেলে গৌরীপুর বাসস্ট্যান্ডে ঢাকা থেকে মতলব অভিমুখী মতলব এক্সপ্রেস পরিবহণের একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বাসটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। পুলিশ ও স্থানীয় লোকজন এক শিশু ও ৩০-৩২ বছর বয়সী একজনসহ মোট দুজনের দগ্ধ লাশ বাস থেকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক সাইফুল ইসলাম জানান, গুরুতর আহতদের মধ্যে নয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে, পাঁচজনকে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজন একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধারকাজে অংশ নেয়। সন্ধ্যা ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় জানা যায়নি।
কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত উদ্ধার কাজে অংশ নেয়। এ পর্যন্ত দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশের ওসি জহিরুল হক।