চলে গেলেন শিক্ষামন্ত্রী দীপু মনির মা রহিমা ওয়াদুদ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহি ওয়া ইন্নাহ ইলাইহি রাজিউন)। আজ শনিবার (৬ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর কলাবাগানে নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি।
আজ শনিবার দুপুরে শিক্ষামন্ত্রীর দপ্তর থেকে তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়েরের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মা রহিমা ওয়াদুদ আজ আনুমানিক ১২টার দিকে রাজধানীর কলাবাগানে তাঁর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শিক্ষামন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে যুক্তরাজ্যে অবস্থান করছেন। আগামীকাল রোববার (৭ মে) সকালে দেশে ফিরবেন তিনি। তারপর মরহুমার দাফন করা হবে।