চাঁদপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে তিন কলেজশিক্ষার্থী নিহত
চাঁদপুরের কচুয়া উপজেলায় বিআরটিসি বাস এবং সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিন কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। উপজেলার কড়ুইয়া এলাকায় আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন জন হলেন কচুয়ার পালাখাল এলাকার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী ঊর্মি মজুমদার (২৪) ও নিশ্চিন্তপুর এলাকার সাদ্দাম হোসেন (২৬) এবং কোয়া এলাকার চাঁদপুর সরকারি কলেজের স্নাতক শিক্ষার্থী মাহবুব আলম (২২)। আহত দুজন হলেন ইব্রাহিম ও অটোরিকশার চালক মনির হোসেন।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন জানান, আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে হাজীগঞ্জ থেকে বিআরটিসির একটি বাস ঢাকায় যাচ্ছিল। বাসটি কচুয়া বিশ্বরোডের কড়ুইয়া এলাকায় পৌঁছালে একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে নিহত হন সাদ্দাম হোসেন ও মাহবুব আলম। এ ছাড়া ঊর্মি মজুমদারকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ওসি।