চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক খুন
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গোয়াতলা বিশারতপুর গ্রামে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মো. কামাল উদ্দিনের (৩৬) মৃত্যু হয়েছে। আজ রাত পৌনে ৮টার দিকে ঘটনাটি ঘঠেছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি নিহতের স্বজনদের উদ্ধৃতি দিয়ে বলেন, নিহতের চাচাতো ভাই হাসেমের পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। আজ রাতে হাসেমসহ বেশ কয়েকজন মিলে দেশীয় অস্ত্র ও ছুরি নিয়ে কামালের মাথায় উপর্যুপরি আঘাত করে।
পরে মুমূর্ষু অবস্থায় কামালকে উদ্ধার করে ধোবাউড়া হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এ ব্যাপারে ধোবাউড়া থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।