নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক খুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শাহীন আলম নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও দুজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
গতকাল শনিবার (১৮ মার্চ) দিনগত রাত ১টায় হাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শাহীন আলমের বাড়ি বগুড়া জেলার ধুপচাচিয়া ঘাটমাগুরা গ্রামে। তিনি পেশায় অটোরিকশাচালক ছিলেন।
এ ঘটনায় আহত ওয়ালিদ বলেন, ‘গতকাল শনিবার রাতে হাজিপাড়া মাদরাসার সামনের সড়কে আশরাফুল নামে এক ব্যক্তির গায়ে শাহীনের অটোরিকশার ধাক্কা লাগে। এতে আশরাফুল ও শাহীনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আশরাফুল শাহীনকে মারধর করে। খবর পেয়ে শাহীনের বন্ধুরা এসে প্রতিবাদ করলে সংঘর্ষে বাধে। এ সময় ছুরিকাঘাতে তিনজন আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।’
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বলেন, ‘শাহীনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।’