চার কোটির বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার : তথ্য বিবরণী
করোনাভাইরাসের মতো দুর্যোগে সারা দেশের সাধারণ মানুষের কষ্ট লাঘবে ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছে সরকার। মানবিক সহায়তা হিসেবে এ পর্যন্ত সারা দেশে চার কোটির বেশি মানুষকে ত্রাণ দিয়েছে সরকার।
আজ রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
৬৪ জেলা প্রশাসন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গতকাল পর্যন্ত চার কোটি সাত লাখ ৪০ হাজার জনের কাছে চাল দিয়েছে সরকার। মোট ৯৮ লাখ ১৮ হাজার পরিবারের অন্তর্ভুক্ত এই জনসংখ্যাকে চাল দেওয়া হয়েছে ৯৬ হাজার মেট্রিক টন। গতকাল পর্যন্ত চাল বরাদ্দ হয়েছে এক লাখ ২৪ হাজার মেট্রিক টন।
এ ছাড়া ৫৩ লাখ ৬৮ হাজার পরিবারের দুই কোটি ৫৩ লাখ ২০ হাজার ব্যক্তির হাতে তুলে দেওয়া হয়েছে নগদ ৪৩ কোটি ১৭ লাখ ৯৪ হাজার টাকা। এ খাতে এ পর্যন্ত বরাদ্দ হয়েছে ৬৮ কোটি টাকা।
শিশু খাদ্য সহায়ক হিসেবে বরাদ্দ ১২ কোটি ৪৫ লাখ টাকা এবং এ পর্যন্ত বিতরণ করা হয়েছে আট কোটি ৯২ লাখ ৬৩ হাজার টাকা । এতে উপকারভোগী পরিবার দুই লাখ ৭৫ হাজার এবং লোকসংখ্যা পাঁচ লাখ ৫৮ হাজার।