চার বাসযাত্রীর পেটের ভেতর মিলল সাড়ে ছয় হাজার ইয়াবা
পেটের ভেতর ইয়াবা পাচারকালে চার বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল রোববার রাতে দাউদকান্দি টোল প্লাজা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আটককৃতরা হলেন ঢাকার কেরানীগঞ্জের বলাকৈর এলাকার বাসিন্দা মো. ওহিদুল শিকদার, দোলেশ্বর পূর্বপাড়ার মো. আব্দুল বাতেন, মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার খাসকান্দি এলাকার জোসনা আক্তার ও নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচপুর বিসিক বালুর মাঠ এলাকার হোসনা আক্তার।
আজ সোমবার দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ এক সংবাদ সম্মেলনে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিমের নির্দেশনায় দাউদকান্দি টোল প্লাজায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সৌদিয়া পরিবহণের বাসে তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন চার যাত্রী ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের পেটে ইয়াবা টেবলেট আছে বলে স্বীকার করে। পরে তাদের গ্রেপ্তার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে এক্স-রে করা হলে তাদের তিনজনের পেটে প্যাকেট সদৃশ বস্তু দেখা যায়। পরে জেলা গোয়েন্দা কার্যালয়ে এনে তাদের পেট থেকে স্কচটেপ মোড়ানো ১৩০টি প্যাকেট বের করা হয়। প্যাকেটগুলো থেকে ছয় হাজার ৫০০ পিস ইয়াবা বের করা হয়।
তাদের বিরুদ্ধে ডিবির পরিদর্শক পরিমল চন্দ্র দাস বাদী হয়ে মামলা করেন।