চিকিৎসার জন্য ঢাকায় আসার পথে করোনায় আক্রান্ত ব্যবসায়ীর মৃত্যু
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জামাল হাজারী নামের এক মুদি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবির আজ শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
জামাল হাজারী দেবিদ্বার পৌর এলাকার বাসিন্দা।
জানা গেছে, করোনায় আক্রান্ত হয়ে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি হন জামাল। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অক্সিজেনসহ অ্যাম্বুলেন্সে করে তাঁকে ঢাকায় পাঠানো হয়। পরে আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে পথেই মৃত্যু হয় জামালের।
করোনায় আক্রান্ত হয়ে দেবিদ্বারে এ নিয়ে চারজনের মৃত্যু হলো।