নেত্রকোনার পূর্বধলায় তিন দিনব্যাপী বইমেলা শুরু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/03/netrkonaa_bimelaa.jpg)
নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী বইমেলা। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এ বইমেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুজ্জামান।
প্রধান অতিথির বক্তব্যে রফিকুজ্জামান বলেন, বই জ্ঞানের বাহন, বই আলোর প্রতীক। মানুষের মননকে ঋদ্ধ করে বই। মনের অন্ধকার দূর করে মানুষকে সত্যের পথে ধাবিত করে বই। বইয়ের মাধ্যমে ঘরে বসেই পরিচয় ঘটে অচেনা বিশ্বের সাথে। মানুষের ঘুমন্ত হৃদয়কে জাগাতে পারে বই।
বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অফিসার মফিজুল হক, উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. আব্দুল মালেক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান মামুন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবিতা রানী সরকার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, উপজেলা আইসিটি অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা তথ্যসেবা অফিসার উম্মুল ওয়ারা ঊর্মি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলেমান কবির পাপ্পু প্রমুখ।
মেলায় ৮টি স্টল স্থান পেয়েছে। এসময় প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার অংশগ্রহণকারী প্রতিটি স্টল পরিদর্শন করেন। এ মেলা আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।