চিকিৎসা নিতে এসে ভুয়া এনআইডি কার্ডসহ রোহিঙ্গা আটক
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/09/03/h.jpg)
মাদারীপুর সদর হাসপাতাল থেকে মাছুম আহম্মদ (৩০) নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ সময় মাছুমের কাছে ভুয়া একটি ন্যাশনাল আইডি কার্ড জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে আটকের পর সদর মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
আটক মাছুম ও জব্দকৃত এনআইডি কার্ড অনুযায়ী তাঁর বাবার নাম জয়নাল আবেদীন। তাঁর ঠিকানা দেওয়া আছে সিলেট জেলার কানাইঘাট উপজেলার আগফৌদ নারাইনপুর গ্রাম।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোহাম্মদ আব্দুল হান্নান জানান, সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন মাছুম নামের ওই ব্যক্তি। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর কথাবার্তা শুনে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ শেষে মাছুমকে থানায় নিয়ে আসে। তিনি মিয়ানমার থেকে অনেক আগে বাংলাদেশে প্রবেশ করেন বলে জানান। পরে সিলেট জেলার এক দালালের মাধ্যমে তৈরি করেন ভুয়া ন্যাশনাল আইডি কার্ড।
আইনি প্রক্রিয়া শেষে থানা পুলিশের মাধ্যমে মাছুমকে রোহিঙ্গা ক্যাম্পে স্থানান্তর করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।