চীন থেকে দ্বিতীয় ধাপে চিকিৎসা সরঞ্জাম আসছে আজ
চীন থেকে আজ সন্ধ্যায় দ্বিতীয় ধাপে আসছে করোনা মোকাবিলায় ব্যবহৃত চিকিৎসা সামগ্রী। এসব সামগ্রী এরই মধ্যে বাংলাদেশে পাঠানোর জন্য প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে চীনা দূতাবাস।
করোনা মোকাবিলায় সহায়ক চিকিৎসা সরঞ্জামবাহী বিশেষ বিমানটি চীন থেকে আজ সন্ধ্যা ৬টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে ঢাকার চীনা দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে।
চীন থেকে পাঠানো চিকিৎসা সামগ্রীর প্যাকেটের গায়ে বাংলা ও চীনা ভাষায় লেখা থাকছে—‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’; চীনা দূতাবাসের ফেসবুক পেজে এমন কয়েকটি ছবিও প্রকাশ করা হয়েছে।
দ্বিতীয় ধাপের চালানে থাকছে ১০ হাজার করোনা শনাক্তকরণ কিট, চিকিৎসকদের জন্য ১০ হাজার পারসোনাল প্রোটেকটিভ ইক্যুইপমেন্ট (পিপিই) বা বিশেষ সুরক্ষিত পোশাক এবং এক হাজার থার্মোমিটার। চীন সরকারের একটি বিশেষ উড়োজাহাজে করে এসব সরঞ্জাম ঢাকায় পৌঁছাবে।
এ ছাড়া দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে আরেকটি পোস্টে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন চীন থেকে দ্বিতীয় ধাপে আসা চিকিৎসা সামগ্রীর সরবরাহ গ্রহণ কররার জন্য চীনা রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন।