চুরি বন্ধে ১০ টাকা কেজির চাল বিক্রি স্থগিত
প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন ও অসহায় দরিদ্র মানুষের জন্য খোলাবাজারে ১০ টাকা কেজি দরের চাল বিক্রির বিশেষ কর্মসূচি স্থগিত করেছে সরকার।
খাদ্য সচিব মোছাম্মৎ নাজমানারা খানুম বিষয়টি নিশ্চিত করে আজ সোমবার সাংবাদিকদের জানান, কর্মসূচিটি দরিদ্র মানুষের জন্য চালু করা হয়েছিলো। কোথাও কোথাও কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। এ কারণে আপাতত এ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে আবার চালু করা হবে।
সচিব বলেন, বিশেষ এ ওএমএস স্থগিত করা হলে অন্যান্য সব খাদ্য সহায়তামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।
গত ৫ এপ্রিল থেকে সরকার বিশেষ এ কর্মসূচি চালু করলে বিভিন্ন স্থান থেকে চুরির অভিযোগ উঠে।
এনটিভি অনলাইনকে খাদ্য সচিব টেলিফোনে আরো বলেন, ‘দরিদ্র ও অসহায় মানুষের জন্য আমরা বিশেষ এ কর্মসূচি চালু করেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে, এটি নিয়ে বিভিন্ন জায়গা থেকে অনেক অভিযোগ আসছে। অনেক জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও কোথাও অনিয়মকারীদের গ্রেপ্তার করা হয়েছে। এ কারণে আপাতত এ কর্মসূচি স্থগিত করা হয়েছে।’