চুয়াডাঙ্গায় প্রায় দেড় কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার
বর্ডার গার্ড বাংলাদেশ চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬বিজিবি) সদস্যেরা অভিযান চালিয়ে ২৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় দামুড়হুদা উপজেলার মেমনগর এলাকা থেকে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণবারের ওজন দুই কেজি ৬৮৩ গ্রাম(২৩০ ভরি) এবং বাংলাদেশি টাকায় মূল্য এক কোটি ৪৪ লাখ ৯০ হাজার টাকা। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো ৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান আজ সন্ধ্যায় জানান, দর্শনা পৌরসভার মেমনগর এলাকায় স্বর্ণের একটি বড় চালান হাতবদল হবে, নির্ভরযোগ্য সূত্রে এমন খবর পাওয়া যায়। খবরের ভিত্তিতে দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সুলতানপুর সীমান্ত চৌকির (বিওপি) নায়েক মো. রবিউল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যেরা মঙ্গলবার বেলা সাড়ে ১০টায় মেমনগর এলাকায় অভিযান চালান। বিজিবির উপস্থিতি টের পেয়ে স্বর্ণপাচার চক্রের সদস্যেরা পলিথিনে মোড়ানো একটি পোটলা ফেলে পালিয়ে যায়। পলিথিনের পোটলার ভেতর থেকে উল্লিখিত স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।
বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান বলেন, ‘উদ্ধার হওয়া স্বর্ণের বার পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে দর্শনা থানায় মামলার প্রক্রিয়া চলছে।’