শাহ আমানত বিমানবন্দরে প্রায় আড়াই কেজি স্বর্ণ জব্দ
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানে অভিযান চালিয়ে ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা সংস্থা। এ ঘটনায় এক যাত্রীকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে এসব স্বর্ণের বার উদ্ধার করে জব্দ করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আগত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটের ভেতর তল্লাশি চালায় বিমানবন্দর নিরাপত্তা শাখা ও শুল্ক গোয়েন্দা সংস্থা। তল্লাশির পর ২০টি স্বর্ণের বার উদ্ধার করে তারা।
বিমানের একটি সিটের নিচে প্লাস্টিকের টেপ দিয়ে মুড়িয়ে বিশেষ কায়দায় স্বর্ণের বারগুলো লোকানো ছিল।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল (জনসংযোগ) জানান, ২৪ ক্যারটের ২০টি স্বর্ণ বারের ওজন দুই কেজি ৩৩০ গ্রাম। মূল্য দুই কোটি ৬০ লাখ টাকা। জব্দ করা স্বর্ণ বিমানবন্দর শুল্ক গোয়েন্দা সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।
আটক করা যাত্রীর পরিচয় গোপন রাখা হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে পতেঙ্গা মডেল থানায় মামলা করা হয়েছে।