চুয়াডাঙ্গায় বিপুল নকল প্রসাধনী জব্দ, ২ লাখ টাকা জরিমানা
চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ার একটি বাড়ির গুদামে ভেজালবিরোধী যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র্যাব। অভিযানে জব্দ করা হয়েছে বিভিন্ন ব্র্যান্ডের বিপুল নকল প্রসাধনী।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ওই ভেজালবিরোধী অভিযান চালানো হয়। সিলগালা করা হয় গুদামটি। পরে নকল প্রসাধনী মজুদ রাখার অপরাধে গুদাম মালিককে দুই লাখ টাকা জরিমানা করেন জেলা প্রসাশনের ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান জানান, শহরের বাগানপাড়ায় পুলিশ সদস্য মবিরুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে ভাড়া থাকেন গোলাম মোস্তফা (৩৮)। তার বাড়ি আলমডাঙ্গা উপজেলার নওলামারী গ্রামে। সেই থেকে তিনি সেখানে নকল প্রসাধনী মজুদ করে ব্যবসা করে আসছেন।
হাবিবুর রহমান জানান, আজ দুপুরে চুয়াডাঙ্গা বড় বাজারের মুন সুপার মার্কেটে তার ব্যবসাপ্রতিষ্ঠান অভি-অনিক এন্টারপ্রাইজে অভিযান চালায় র্যাব। সেখান থেকে কিছু নকল প্রসাধনী জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির গুদাম থেকে জব্দ করা হয় বিপুল নকল প্রসাধনী। পরে নকল প্রসাধনী মজুদ রাখার অপরাধে ভোক্তা অধিকার আইনে গুদামমালিক গোলাম মোস্তফাকে দুই লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন ঝিনাইদহ র্যাব ৬-এর কম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ শরীফুল আহসান, চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, চুয়াডাঙ্গা জেলা কর্মকর্তা মিলন মিয়া।