চুয়াডাঙ্গায় যুবদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ
চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবি উঠেছে। আজ শুক্রবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্থানীয় যুবদলের ব্যানারে এই দাবি জানানো হয়। পরে একই দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান হাসমত আলী। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাহাত হাসান রাজীব, মাগরিবুর রহমান, মোস্তফা আহসান, সাজেদুর রহমান প্রমুখ।
এ সময় দাবি করা হয়, দুটি উপজেলায় যুবদলের নবগঠিত কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা সাংগঠনিক নন। কমিটি গঠন প্রক্রিয়াও অসাংগঠনিক। এই কমিটি গঠনে জেলা নেতৃবৃন্দের কোনো মতামত নেওয়া হয়নি। তাই, অবিলম্বে এই কমিটি বাতিল করে যোগ্যদের নিয়ে নতুন কমিটি করা হোক।
গত ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক পত্রে চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক হিসেবে এমএইচ মোস্তফা ও সদস্য সচিব হিসেবে রিন্টু মহলদারকে দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া আলমডাঙ্গা উপজেলায় যুবদলের আহ্বায়ক হিসেবে খায়রুল ইসলাম ও সদস্য সচিব রফিকুল ইসলামকে মনোনীত করে কমিটি গঠন হয়।