চেয়ারম্যান পদে মনোনয়ন না পাওয়ায় কুড়িগ্রামে আ.লীগনেতার পদত্যাগ
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় এবং দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম না পাঠানোয় দল থেকে পদত্যাগ করেছেন কুড়িগ্রামের এক আওয়ামী লীগ নেতা। স্বেচ্ছায় পদত্যাগকারী ওই নেতা কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাজামাল সরকার।
গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালে আহমেদ মজনুকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন তিনি।
আজ পদত্যাগকারী আওয়ামী লীগের এ নেতা নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘ ২০ থেকে ২১ বছর ধরে সদরের যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন শাহাজামাল সরকার। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্রে তার নাম সুপারিশ না করায় বিদ্রোহী প্রার্থী হিসেবে নিবার্চন করে পরাজিত হন। এবারও নিবার্চনে চেয়ারম্যান পদে কেন্দ্রে নাম না পাঠানোয় তিনি দল থেকে পদত্যাগ করেন বলে জানা গেছে।
শাহাজামাল সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করছি সেইসঙ্গে ২০ থেকে ২১ বছর ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে আছি। ২০১৬ সালে দল থেকে নিবার্চন করতে চাইছি কিন্তু কেন্দ্রে আমার না পাঠানো হয়নি। তাই আমি বিদ্রোহী প্রার্থী হয়ে নির্বাচন করেছিলাম।’
শাহাজামাল আরও বলেন, ‘এবারও আমি বলেছি আমার নাম কেন্দ্রে পাঠান। তবে নামের আগে বিদ্রোহী প্রার্থী লেখেন কোনো সমস্যা নাই। কিন্তু এবারও কেন্দ্রে আমার নাম না পাঠায় আমি দল থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আর নির্বাচনের বিষয়টি হচ্ছে যদি আমার এলাকার জনগণ চায় তাহলে আমি এবারও নির্বাচন করব ইনশাআল্লাহ।’