ছুটি বাড়ছে ১১ এপ্রিল পর্যন্ত
করোনাভাইরাস প্রতিরোধের উপায় হিসেবে পূর্ব ঘোষিত সাধারণ ছুটি আগামী ১১ এপ্রিল পর্যন্ত বাড়ছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সাধারণ ছুটি বাড়িয়ে এবং সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার যোগ করে ১১ এপ্রিল পর্যন্ত হচ্ছে।
এ বিষয়ে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন এনটিভি অনলাইনকে বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার সকালে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ৯ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি বাড়ানোর কথা বলেছেন। সেই অনুসারে সাধারণ ছুটি বৃদ্ধির প্রস্তাব তৈরি করা হয়েছে। এর সঙ্গে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি যোগ হলে ছুটি ১১ এপ্রিল পর্যন্ত হচ্ছে।’ প্রধানমন্ত্রীর অনুমোদন পেলে এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে বলেও জানান তিনি।
এর আগে আজ সকালে সারা দেশের জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের সঙ্গে করোনাভাইরাস ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা পরিস্থিতি বিবেচনা করে এর আগে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিলাম। এখন বিদ্যমান পরিস্থিতিতে ছুটি আরো কিছুদিন বাড়ানো হতে পারে। এটা ৯ এপ্রিল পর্যন্ত হতে পারে। এ সময় আমাদের সবারই একটু কষ্ট হবে। সবার কল্যাণের জন্য এ কষ্ট মেনে নিতে হবে। তার পরও সীমিত আকারে পরিবহন চলাচল ও অন্যান্য কার্যক্রম চালু রাখা যায় কি না, সেটা নিয়ে আমরা বসব। সেখানেই ঠিক করা হবে সব কিছু।’