ছয় দাবিতে সিরাজগঞ্জ আইনজীবীদের আদালত বর্জন অব্যাহত
সিরাজগঞ্জে ছয় দফা দাবিতে আদালত বর্জন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের স্টেনোগ্রাফার ইউসুফ আলীর সঙ্গে অ্যাডভোকেট আবুল কালামের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে গত রোববার থেকে উত্তপ্ত হয়ে ওঠে আদালত প্রাঙ্গণ। এরপর থেকে আদালত বর্জন কর্মসূচি পালন করছে জেলা আইনজীবী সমিতি। আজ আদালত বর্জনের পঞ্চম দিন। এ দিন সমিতির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ছয় দফা ঘোষণা করা হলো।
সমিতির ছয় দফা দাবির মধ্যে রয়েছে-জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের বদলি, আইনজীবীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-৩-এর স্টেনোগ্রাফারকে গ্রেপ্তার।
লিখিত বক্তব্যে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না বলেন, ‘পাঁচ দিন ধরে আদালত অঙ্গন অকার্যকর হয়ে রয়েছে। এতে বিচারপ্রার্থীরা দুর্ভোগের শিকার হচ্ছেন। অথচ সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পক্ষপাত করছেন। তাঁরা স্টেনোগ্রাফার ইউসুফ আলীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছেন না।’
অ্যাডভোকেট পান্না হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ছয় দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আদালত বর্জন করে যাব।’
জেলা আইনজীবী সমিতির সভাপতি মীর রুহুল আমিন বাবুর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবীরা।