জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছে সরকার : হুইপ
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেছেন, ‘জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার।’
দিনাজপুর অরবিন্দ শিশু হাসপাতালে আজ বুধবার (১২ এপ্রিল) ‘নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট (এনআইসিইউ)’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুইপ ইকবালুর রহিম এ কথা বলেন।
‘বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশের উন্নয়নে জনগণেরর মধ্যে আস্থা এসেছে’ উল্লেখ করে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম বলেন, দেশের মানুষ যেন সঠিক স্বাস্থ্যসেবা পায় সেজন্য সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে অত্যাধুনিক যন্ত্রপাতি দিয়ে চিকিৎসাসেবার মানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন করেছে সরকার।’
হুইপ ইকবালুর রহিম আরও বলেন, ‘গ্রাম পর্যায়েও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সারা দেশে প্রায় সাড়ে ১৮ হাজার কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে। বিএনপি-জামায়াতের আমলে সেই কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বাস্থ্যসেবার মান কমিয়ে আনা হয়েছিল। মৃত্যুর হার বেড়ে গিয়েছিল।’
শেখ হাসিনার লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া উল্লেখ করে ইকবালুর রহিম আরও বলেন, ‘সঠিক স্বাস্থ্যসেবা পেলে মানুষ সুন্দরভাবে বাঁচবে। বঙ্গবন্ধুকন্যা স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রেই উন্নয়ন করেছেন বলেই জনগণের মধ্যে আস্থা ফিরে এসেছে। বিনামূল্যে ভ্যাকসিন প্রদান, সঠিক চিকিৎসাসেবা দেওয়াসহ বঙ্গবন্ধুকন্যা স্বাস্থ্যসেবাকে ভালো রেখেছেন বলেই করোনার সময় অন্যান্য দেশের চেয়ে মৃত্যুর হার বাংলাদেশে অনেক কম। এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভ্যাকসিন হিরোর সম্মাননা পেয়েছেন।’
২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়ে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে চান প্রধানমন্ত্রী উল্লেক করে ইকবালুর রহিম বলেন, ‘সেই লক্ষ্য নিয়ে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। আমরা শাসক নই, সেবক হিসেবেই জনগণের কাজ করতে চাই।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ, জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ প্রমুখ।
অরবিন্দ শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শামীম কবীরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সরকারের উপসচিব ও হুইপ ইকবালুর রহিমের একান্ত সচিব মোরার্জী দেশাই, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদ সরকার, ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম সোহাগ, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজা হুমায়ন ফারুক চৌধুরী শামীম, দিনাজপুর বিএমএর সভাপতি ডা. ওয়ারেস আলী সরকার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামীম আলম সরকার বাবু প্রমুখ।
এ সময় অরবিন্দ শিশু হাসপাতালের নির্বাহী কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।