জাতীয় কবির স্মৃতিকক্ষে বিএসএমএমইউর শ্রদ্ধা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/05/25/bsmmu.jpg)
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা কবির স্মৃতিকক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ বুবধার বিকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে স্থাপিত বি-ব্লকের ১১৭ নম্বর কক্ষে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদের নেতৃত্বে তাঁরা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, হাসপাতালের অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, কবি কাজী নজরুল ইসলাম এ হাসপাতালের ১১৭ নম্বর কেবিনে জীবনের শেষদিন পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন। সেই ইতিহাসকে ধরে রাখতে ২০২১ সালের ২৭ আগস্ট বি-ব্লকের দ্বিতীয়তলায় স্মৃতিকক্ষ প্রতিষ্ঠা করে হাসপাতাল কর্তৃপক্ষ।