জানাজায় যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের
মাগুরা সদরের পাঁজাখোলা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত এবং ২০ জন আহত হয়েছে। আজ দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুর গ্রামের সব্দুল মোল্যার ছেলে গোলাম নবী মোল্ল্যা (৭০) ও একই গ্রামের মৃত কাদের বিশ্বাসের ছেলে বাবুর আলী বিশ্বাস (৬০)।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল আলম জানান, মাগুরা-নড়াইল মহাসড়কের পাঁজাখোলা এলাকায় আজ দুপুরের দিকে মাগুরার উদ্দেশ্যে মহম্মদপুর থেকে ছেড়ে আসা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। এ সময় বাসের নিচে চাপা পড়ে যাত্রী গোলাম নবী মোল্ল্যা ও বাবুর আলী বিশ্বাস ঘটনাস্থলেই নিহত হন। এ সময় শারমিন, রাশিদা, নুর ইসলাম, মারুফ, রেজাউল ইসলাম, নুসরাত, মজিদ বাচ্চুসহ ২০ জন আহত হয়। আহতদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
নিহতদের স্বজন রফিক খান জানান, আত্মীয়ের জানাজায় শরিক হতে তারা মাগুরা পারলা গ্রামে আসছিল। পথিমধ্যে বাস দুর্ঘটনায় তারা মারা যান।